Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র পাল্টা হামলা সহ্য করলেই যুদ্ধ থেকে রেহাই: ইরান


৫ জানুয়ারি ২০২০ ২০:৩৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ০৫:২৭

মিসাইল ছুড়ে কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার জবাব ইরান সামরিকভাবেই দিবে। যুক্তরাষ্ট্রকে সে হামলা মুখ বুজে সহ্য করতে হবে। তবেই এ যাত্রায় যুদ্ধের পরিণতি থেকে রক্ষা পাওয়া যাবে। এ কথা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেগান। খবর সিএনএনের।

তিনি বলেন, মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান আঘাত হানবে। আমেরিকা এটা শুরু করেছে। পাল্টা হামলা তাদের সহ্য করতে হবে। তবেই এ যাত্রায় যুদ্ধ থেকে রেহাই মিলবে। নয়তো হামলা-পাল্টা হামলা চলতে থাকবে।

বিজ্ঞাপন

তবে ইরান যুদ্ধ চায় না বলে মন্তব্য করেন এই শীর্ষ কৌঁসুলি। তার মতে ইরানের সর্বোচ্চ নেতা এ বিষয়টি আগেও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ট্রাম্প টুইট করে ইরানের ৫২টি স্থাপনায় হামলা চালানোর যে হুমকি দিয়েছেন সেটিকে অদ্ভুত বলে উল্লেখ করেন হোসেইন দেগান। মার্কিন প্রেসিডেন্টকে গ্যাংস্টার ও জুয়াড়ি সাব্যস্ত করে তিনি বলেন, ট্রাম্প আন্তর্জাতিক নিয়ম জানেন না। তিনি মানসিকভাবেও সুস্থ নন।

ইরানের ঐতিহাসিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের দায়ে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধাপরাধের জন্য কাঠগড়ায় দাঁড় করানোর কথাও বলেন দেগান।

তবে যুক্তরাষ্ট্র সত্যি সত্যিই ইরানের বিভিন্ন প্রাচীন নির্দশনে হামলা করলে, আমেরিকার কোনো সেনা সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সেনাঘাঁটি ও নৌযান নিরাপদে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার বাগদাদ এয়ারপোর্ট এলাকায় ড্রোন থেকে গাড়িতে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা হত্যা করে ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস্ ফোর্স কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি, ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহাদি আল-মুহান্দিসসহ অন্তত ৮ জনকে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এই মিশনের নির্দেশ দেন। হোয়াইট হাউজ কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী হিসেবে গণ্য করে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘যুদ্ধাবস্থা’ বিরাজ করছে।

আরও পড়ুন:-

সোলাইমানির মরদেহ আহভাজে, রাজপথে শোকস্তব্ধ লাখো ইরানি

যুদ্ধ শুরু নয়, থামাতেই সোলাইমানিকে হত্যা: ট্রাম্প

সোলাইমানি হত্যা: ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান

রাশিয়ার ‘সংহতি’, চীনের ‘সংযম’, তবে ইরান চায় ‘প্রতিশোধ’

ইরাকে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, যাচ্ছে ৩ হাজার সেনা

হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ

ইরাক ইরান জেনারেল কাসেম সোলাইমানি টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প মিসাইল হমালা মিসাইল হামলা যুক্তরাষ্ট্র যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর