Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইপিজেডে পোশাক কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু


৫ জানুয়ারি ২০২০ ২০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি পোশাক কারখানায় লিফট ছিঁড়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে সিইপিজেডের ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ইয়ং এন ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু নাথ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল মান্নান (৩৩) ওই কারখানায় জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, কারখানার দ্বিতীয় তলা থেকে নিচে নামার সময় লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় লিফটের ভেতর থাকা মান্নান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ছিঁড়ে পোশাক কারখানা লিফট শ্রমিক সিইপিজেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর