Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতার অপব্যবহার করছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি চীনের


৫ জানুয়ারি ২০২০ ২১:৪৫

ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানিকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতার অব্যবহার করেছে বলে সতর্ক করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হঠকারীমূলক আচরণ আন্তর্জাতিক শিষ্টাচার বহির্ভূত। যা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়ে তুলবে। খবর হিন্দুস্থান টাইমসের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে ফোনে আলাপকালে চীনের ওয়াং ই এসব মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তায় চীন তার গঠনমূলক ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীন বলপ্রয়োগের বিরোধিতা করে। সামরিক আগ্রাসন সমস্যার কোনো সুরাহা করবে না বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

এদিকে চীনের সংবাদমাধ্যমগুলোও যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে নেতিবাচক খবর ছাপিয়েছে। তাদের মতে, এহেন কাণ্ড ভয়ের চেয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ ও বৈরীভাব উসকে দিবে এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়বে।

ইরাক ইরান চীন জেনারেল কাসেম সোলাইমানি ডোনাল্ড ট্রাম্প মিসাইল হমালা মিসাইল হামলা যুক্তরাষ্ট্র যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর