কিশোরীর মামলায় মা-ফুপু কারাগারে
৬ জানুয়ারি ২০২০ ০০:১৩
বগুড়া: বিয়েতে রাজি না হওয়ায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় শিকল দিয়ে বেঁধে রেখে এক কিশোরীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
ওই কিশোরীর করা মামলায় রোববার (৫ জানুয়ারি) তার মা ও ফুপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে শনিবার রাতে রুপালী বেগম ও সাজেদা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, উপজেলার খোট্টাপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার অভিভাবকরা। বিয়ে এড়াতে সে ফুপাতো বোনের বাড়িতে আত্মগোপন করে। গত ৩১ ডিসেম্বর ওই কিশোরীর মা রুপালী বেগম তাকে জোর করে বাড়িতে নিয়ে আসেন এবং শারীরিক নির্যাতন চালান। তারপরও বিয়েতে রাজি না হওয়ায় শনিবার সকালে তাকে খাটের সঙ্গে শিকল দিয়ে বেঁধে ব্লেড দিয়ে ন্যাড়া করে দেন।
ভুক্তভোগী কিশোরী সারাবাংলাকে জানায়, সে পড়ালেখা করতে চায়। কিন্তু তার পরিবার চায় সে বিয়ে করে সংসার করুক।
মামলাটির তদন্ত কর্মকর্তা (আইও) শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক জানান, মেয়েটি নিজেই বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছে। মেয়েটির মা রুপালী বেগম ও ফুপু সাজেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।