Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলা


৬ জানুয়ারি ২০২০ ০৬:০৪

ঢাকা: কেনিয়ার সুপরিচিত উপকূলীয় অঞ্চল লামুতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আল-কায়েদা জঙ্গি সংগঠন সমর্থিত আল-শাবাব।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ‘ক্যাম্প সিম্বায়’ জঙ্গি হামলায় তিন মার্কিন নাগরিক মারা গেছেন। আহত হয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতরের দুই সদস্য। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

নিহত তিন জনের মধ্যে একজন মার্কিন সেনাবাহিনীতে কর্মরত বেসামরিক কর্মী। বাকি দুইজন কন্ট্রাক্টর।

মার্কিন আফ্রিকা কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন টাউনসেন্ড বলেন, রোববারের হামলায় আমরা যে সহযোদ্ধাদের হারালাম, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তাদের এই ত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। তাদের এই ত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।

এক দশকের বেশি সময় আগে প্রতিষ্ঠার পর থেকে দফায় দফায় হামলা চালিয়ে আসছে জঙ্গি সংগঠন আল-শাবাব। গত ২৮ ডিসেম্বর সোমালিয়ায় আল-শাবাব‘র হামলায় অন্তত ৮০ জন প্রাণ হারান।

ভয়েস অব আফ্রিকার সাংবাদিক হারুন মারুফ টুইট বার্তায় বলেছেন, কেনিয়ায় মার্কিনিদের ওপর আল-শাবাবের এটি প্রথম হামলা।

আল কায়েদা আল-শাবাব জঙ্গি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর