২০১৫ সালের পারমাণবিক চুক্তি মানবে না ইরান
৬ জানুয়ারি ২০২০ ০৯:৩৫
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কোনো বিধি নিষেধই মানবে না দেশটি। ইরানের রাজধানী তেহরানে মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সোমবার (৬ জানুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি।
ওই বিবৃতিতে জানানো হয়, পারমাণবিক সমৃদ্ধকরনের ক্ষেত্রে তাদেরকে যেসকল বিধি নিষেধ ধরিয়ে দেওয়া হয়েছে তা আর মানবে না তারা। বিশেষ করে, সমৃদ্ধকরণের মাত্রা, সঞ্চয় ও গবেষণার ক্ষেত্রে আর কোনো নিয়মের তোয়াক্কা করবে না দেশটি।
https://twitter.com/realDonaldTrump/status/1213919480574812160
প্রসঙ্গত, ইরানের রেভুলেশনারি গার্ডসের শীর্ষ নেতা কাসেম সোলাইমানিকে ইরাকে হত্যা করে মার্কিন বাহিনী তারপর থেকেই ইরান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। তাদের সাম্প্রতিক এই ঘোষণাও সেই সূত্রেই এসেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান যদি তার আনুপাতিক ব্যবহারে শুদ্ধতা না আনে তাহলে তারা আবার মার্কিন আক্রমণের শিকার হতে পারে।