এবার লিবিয়ায় ঢুকছে তুরস্কের সেনা
৬ জানুয়ারি ২০২০ ১২:১৬
লিবিয়ার অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করতে দেশটিতে প্রবেশ করছে তুরস্কের সেনা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান বলেন, লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তুর্কি সেনারা কাজ করবে। রোববার (৬ ডিসেম্বর) দেশটির ভিতরে তুর্কি সেনারা প্রবেশ করা শুরু করেছে। খবর আরটি।
এর আগে গত বৃহস্পতিবার লিবিয়ায় সেনা মোতায়েনের প্রস্তাবে সমর্থন দেয় তুরস্কের পার্লামেন্ট। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজের অনুরোধের প্রেক্ষিতে এ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা।
তবে তুরস্কের এমন তৎপরতার বিরোধিতা করেছে মিশর ও যুক্তরাষ্ট্র। লিবিয়ায় বিদেশী হস্তক্ষেপ এ অঞ্চলের পরিস্থিতি আরও জটিল করবে বলে আশংকা প্রকাশ করেছে দেশ দুটি।
লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতা নিয়ে দুটি শক্তি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। রাজধানী ত্রিপোলিভিত্তিক ফায়েজ আল সারাজ সরকারকে উৎখাত করতে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন বাহিনী গৃহযুদ্ধে লিপ্ত হয়।
এদিকে তুর্কি সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় জেনারেল হাফতার তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। লিবিয়া থেকে বিদেশী শক্তিকে বহিষ্কার করতে সর্বাত্মক যুদ্ধ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে জেনারেল হাফতারের বাহিনী। ত্রিপোলিতে তুরস্কের দুটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে তারা।