মেরামতের সময় বিআইডব্লিউটিএ’র জাহাজে আগুন
৬ জানুয়ারি ২০২০ ১৩:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি ইয়ার্ডে মেরামতের আগুন লেগে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটি কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাত্রী পরিবহন করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার সকাল ১০টার দিকে নদীর দক্ষিণ পাড়ে এ আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক জসীম উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, এলসিটি কাজল নামে জাহাজটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিববহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন। ভয়েজ অ্যান্ড ক্রজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সেটি ভাড়া নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাত্রী পরিবহন করে।
নদীর দক্ষিণ পাড়ে মৎস্য উন্নয়ন করপোরেশনরে জেটিতে জাহাজটি মেরামতের সময় আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের নয়টি গাড়ি গিয়ে বেলা পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মেরামত কাজে জড়িত সবাই নিরাপদে আছেন।
প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসীম।
ছবি: শ্যামল নন্দী