Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ অসুস্থ নানক, সিসিইউতে ভর্তি


৬ জানুয়ারি ২০২০ ১৪:০৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে ভর্তি করা হয়। সকালে বুকে ব্যাথা হলে তাকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি।

ল্যাবএইডের ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামি তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের হার্টে এর আগে রিং পড়ানো হয়েছে।

অসুস্থ্যতার খবর শুনে হাসপাতালে জাহাঙ্গীর কবির নানককে দেখতে আসেন সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজমসহ আত্মীয় স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর