Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নচাপ : বিকেলে ঢাকায় বৃষ্টি


৮ ডিসেম্বর ২০১৭ ১১:১৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা :  পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে চট্রগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর এলাকায় অবস্থান করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান।

তিনি জানিয়েছেন, সমুদ্র উপকূলবর্তী এলাকায় এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। উওর বঙ্গোপসাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বিকেলের পর ঢাকায় বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে
এই বৃষ্টি সারাদেশে পড়বে। এছাড়া রংপুর ও রাজশাহী অঞ্চলে শীতের প্রভাব বেড়েছে।

নিম্নচাপের পর শীতের প্রভাব বাড়তে পারে বলে জানিয়েছেন  আবহাওয়া অধিদপ্তরের ওই কর্মকর্তা।

সারাবাংলা/আরসি/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর