Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনসিলভানিয়ায় সড়ক দুর্ঘটনা, মৃত পাঁচ, আহত ৬০


৬ জানুয়ারি ২০২০ ১৬:০৭

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটার্সবার্গের কাছাকাছি একটি পর্যটকবাহী বাসের সাথে তিনটি ট্রাক্টর ট্রেইলার ও যাত্রীবাহী গাড়ির সিরিজ সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬০ জন। সোমবার (৬ জানুয়ারি) রাজ্য পুলিশের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

এদিকে, এই দুর্ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব-পশ্চিমাঞ্চলীয় মহাসড়কে ১৩৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উভয়দিক থেকেই যানবাহন চলাচল বাধার মুখে পড়েছে। রাজ্য পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ১৬ ঘন্টা পর মহাসড়ক আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের মুখপাত্র স্টিফেন লিমানি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পর্যটকবাহী বাসটি একটি বিপদজনক বাঁক ঘোরার সময়  দুর্ঘটনার মুখে পড়ে।

এদিকে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। আহত ৬০ জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বাকি ৫৭ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এনটিএসবির মুখপাত্র এরিক উইস জানিয়েছেন, তদন্তকারীরা ওই দুর্ঘটনায় পতিত বাসের ব্লাকবক্সের সন্ধানে অভিযান চালাচ্ছেন।

পেনসিলভানিয়া মৃত্যু যুক্তরাষ্ট্র সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর