Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থীর ধর্ষকের শাস্তির দাবিতে ছাত্রদলের সমাবেশ


৬ জানুয়ারি ২০২০ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি:  রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রসংগঠনটি। এর আগে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে যান ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন শ্যামল বলেন, দিন বদলের কথা বলে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কিন্তু  আজ দুর্নীতি,হত্যা, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে।

বিজ্ঞাপন

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ছাত্রদল সভাপতি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং সরকার পতনের আন্দোলন-সংগ্রামে শামিল হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহবান জানান।

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আজ আমার বোনকে ধর্ষণ করা হয়নি। ধর্ষণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশকে।

ঢাবি ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত ছাত্রদল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ধর্ষণ, হত্যার বিচার হয়নি বলে দাবি করেন তিনি।

এ সময় নেতাকর্মীরা ধর্ষকের শাস্তি, খালেদা জিয়ার মুক্তি ও ব্যর্থতার অভিযোগ এনে ঢাবি ভিসির পদত্যাগের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে কুর্মিটোলায় নেমে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আশপাশেই এ ধর্ষণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর