Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপার ৩৭ প্রেসিডিয়াম সদস্য ও ৮ অতিরিক্ত মহাসচিবের নাম ঘোষণা


৬ জানুয়ারি ২০২০ ১৭:২৩

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ৪১ সদস্যবিশিষ্ট প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা অনুযায়ী এ নাম ঘোষণা করেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (৬ জানুয়ারি) জাপার বনানী কার্যালয়ে এ নাম ঘোষণা করা হয়। সেইসঙ্গে দলটির আটজন অতিরিক্ত মহাসচিবের নামও ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান।

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে যাদের অন্তর্ভূক্ত করা হয়েছে তারা হলেন- মো. আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), আলহাজ্ব সাহিদুর রহমান টেপা (গোপালগঞ্জ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (মুন্সীগঞ্জ), অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি (চট্টগ্রাম), ফখরুল ইমাম এমপি (ময়মনসিংহ), সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান (মানিকগঞ্জ), মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল), হাবিবুর রহমান (গাইবান্ধা), সুনীল শুভ রায় (খুলনা), এস.এম. ফয়সল চিশতী (কুমিল্লা), মীর আব্দুস সবুর আসুদ (ঢাকা), মাহমুদুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ঢাকা), মো. আজম খান (গাজীপুর), এটিইউ তাজ রহমান (সিলেট), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাসরিন জাহান রতনা এমপি (পটুয়াখালী), আব্দুর রশীদ সরকার (গাইবান্ধা), সফিকুল ইসলাম সেন্টু (ঢাকা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা), পীরজাদা শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল), লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী), মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (বি-বাড়িয়া), মিজানুর রহমান (বরগুনা), সৈয়দ দিদার বখ্ত (সাতক্ষীরা), নাজমা আখতার এমপি (ফেনী), আব্দুস সাত্তার মিয়া (গাজীপুর), আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), ইমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব.) রানা মো. সোহেল এমপি (নীলফামারী), লিয়াকত হোসেন খোকা এমপি (নারায়ণগঞ্জ), একেএম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ), নাসির মাহমুদ (ঝালকাঠি) এবং মো. জহিরুল ইসলাম (টাঙ্গাইল)।

বিজ্ঞাপন

এছাড়া উল্লিখিত প্রেসিডিয়াম সদস্যদের মধ্য থেকে গঠনতন্ত্রের ধারা ২০ এর ২/ক উপধারা মোতাবেক ৮ জনকে ৮ বিভাগের জন্য অতিরিক্ত মহাসচিব নিয়োগ করা হয়েছে। তারা হলেন- গোলাম কিবরিয়া টিপু (বরিশাল বিভাগ), আলহাজ্ব সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফখরুল ইমাম (ময়মনসিংহ বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর বিভাগ), রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা (ঢাকা বিভাগ)। জাতীয় পার্টির অষ্টম জাতীয় কমিটির ক্রমানুসারে তালিকা প্রকাশ করা হয়েছে।

জাপা জিএম কাদের নাম ঘোষণা প্রেসিডিয়াম সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর