Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুকাভিনয়ে ধর্ষণের প্রতিবাদ


৬ জানুয়ারি ২০২০ ২০:৩২

মুকাভিনয়ের মাধ্যমে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন সোসাইটি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ জানানো হয়। পরে একই দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডের স্লোগানের মধ্যে ছিল ‘ধর্ষকের ** কেটে দাও’, ‘প্রতিবাদের মিছিল আর কত দীর্ঘ হবে?’, ‘তনু-তানিয়া-নুসরাত— এরপর কে?‘, ‘আজকেও কি পোশাকের দোষ দেবেন?’, ‘ডাইরেক্ট অ্যাকশন এক্সিকিউশন’ প্রভৃতি।

মাইম অ্যাকশনের প্রতিবাদে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেন, দেশে বিচারহীনতার সরকার বিদ্যামান। দেশে যখন কোনো গুম, খুন, হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে, তখন ন্যায় বিচারের জন্য আশ্বাস দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাই, ঘটনার সঙ্গে জড়িত রাঘব-বোয়ালরা রেহাই পেয়ে যায়।

ভিপি নুর আরও বলেন, ঢাবি’র একজন শিক্ষার্থীকেই শুধু ধর্ষণ করা হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা দেশকে ধর্ষণ করা হয়েছে। এসময় তিনি অবিলম্বে দোষীদোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় ঢাবি শামসুন নাহার হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ পালনের কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ প্রতিবাদ মুকাভিনয়

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর