শরীরে লুকানো ছিল ৬২ হাজার মার্কিন ডলার
৬ জানুয়ারি ২০২০ ২১:৪৩
বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৬২ হাজার ১৫০ ডলার, ৫৭ হাজার টাকা ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগাব্রিজের কাছে গাড়ই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন, সাভারের আশুলিয়া এলাকার কার্তিক সরকার (৪৮) ও সিরাজগঞ্জ পৌর এলাকার ফরিদুল ইসলাম(২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, র্যাব, পুলিশ ও শেরপুর উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার উপপরিচালক মেহেদী হাসান রানা জানান, তাদের কাছে খবর আসে যে, বগুড়ার ওপর দিয়ে প্রাইভেটকারে হেরোইনের একটি চালান পার হচ্ছে। সে অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, র্যাব, পুলিশ ও শেরপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালায়। বিকেলে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগাব্রিজের নিকট গাড়ই বাসস্ট্যান্ড এলাকায় টাস্কফোর্সের সদস্যরা একটি প্রাইভেটকার থামায়। প্রাইভেটকারটি বগুড়া থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। এসময় প্রাইভেটকারের আরোহী কার্তিক সরকারের দেহ তল্লাশি করে ৬২ হাজার ১৫০ মার্কিন ডলার ও ৫৭ হাজার টাকা পাওয়া যায়। ডলার ও টাকা তার শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় মুড়িয়ে লুকানো ছিলো।
কার্তিক টাস্কফোর্সকে জানান, সিরাজগঞ্জ থেকে গাড়ি নিয়ে বগুড়া নিউমার্কেট সংলগ্ন গোল্ড কিং নামে একটি জুয়েলার্স থেকে ডলার নিয়ে সিরাজগঞ্জের কল্পনা জুয়েলার্সে যাচ্ছিলেন তিনি। প্রাইভেটকারটি সিরাজগঞ্জ থেকে ভাড়া করা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, তাদের প্রাথমিক ধারণা জব্দ হওয়া ডলার মাদক ব্যবসার কারবারে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত নভেম্বর মাসে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৩৫ হাজার ডলারসহ একজনকে গ্রেফতার করেছিল।