Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর


৭ জানুয়ারি ২০২০ ০১:০৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ০১:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় হওয়া মামলা তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (উত্তর বিভাগ) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, ঘটনাস্থলের আশেপাশের দুইটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেগুলো তদন্ত করা হচ্ছে। এই মামলাটি তদন্তের জন্য  ঢাকা মহানগর পুলিশের (উত্তর বিভাগ) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার মশিউর রহমানও সারাবাংলাকে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তদন্ত চলছে। শীঘ্রই অপরাধীকে আওতায় আনার ব্যাপারে চেষ্টা অব্যাহত আছে।

গোয়েন্দা বিভাগ টপ নিউজ ডিবি ঢাকা মহানগর পুলিশ ঢাবি শিক্ষার্থীর ধর্ষণের শিকার ধর্ষণ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর