Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে সিন্দুক ভেঙে ১২০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ


২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৪

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বংশালের বেচারাম দেওরীতে একটি স্বর্ণের কারখানায় সিন্দুক থেকে প্রায়  ১২০ ভরি সোনা ও নগদ অর্থ লুট হওয়ার অভিযোগ করেছে মালিক।

বংশাল থানার এসআই সাইফুল ইসলাম মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুর ১টার দিকে ম্যাসেজ পেয়ে বেচারামের দেওরীর ওই কারখানায় গিয়ে দেখতে পান, পাশের একটি কাগজের দোকানের সাটারের তালা ভেঙে ভেতরের ওয়াল কেটে কারখানাটিতে প্রবেশ করে। আনুমানিক ভোরের দিকে এ চুরির ঘটনা থাকতে পারে। কারখানাটি রাত ১২টার দিকে বন্ধ করে বাসায় যায় মালিক হাজী মেরাজ উদ্দিন।

তিনি আরও বলেন, ‘মেরাজ উদ্দিন পুলিশকে জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে স্বর্ণের ওই কারখানাটিতে গিয়ে সাটারের তালা খুলে দেখতে পান সব এলোমেলো। সিন্দুকের তালা ভাঙা। সেখানে থাকা প্রায় ১২০ ভরির মতো স্বর্ণ ছিল বলে অভিযোগ করেছেন। এর সাথে বেশ মোটা অঙ্কের নগদ টাকাও ছিল। সবকিছু হিসেব করে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।’

এসআই সাইফুল বলেন, ‘পুলিশ তদন্তে নেমেছে আসলে কারা এই ঘটনাটি ঘটিয়েছে।’

এক প্রশ্নের জবাবে এসআই বলেন, ‘রাতে স্বর্ণের ওই কারখানাটিতে কেউ থাকত না। যারা কাজ করেন তারা রাতে চলে যান আবার সকাল ১১টার দিকে এসে কারখানাটি খোলেন। মালিক কাউকে সন্দেহ না করলেও পুলিশ অনেককে জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনা তদন্তে বেশ কয়েকজনকে নজরদারিতেও রেখেছে।’

সারাবাংলা/ইউজে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর