Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদকবিক্রেতা গ্রেফতার


৭ জানুয়ারি ২০২০ ১৩:০৬

বগুড়া: র‌্যাবের একটি আভিযানিক দল দুই কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। সোমবার (৭ জানুয়ারি) রাত ৯টায় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার জয়পুরহাট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মোকামতলা এলাকায় জয়পুরহাট রাস্তার মোড়ে অভিযান চালায়। এসময় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মো. ডালিম শেখ (৩৪), মো. বিপ্লব খানকে (৩২) গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ১টি সিম এবং নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কমান্ডার আরও জানান, গ্রেফতারকৃত মাদকবিক্রেতারা দীর্ঘদিন গাঁজার বড় বড় চালান বগুড়া জেলার বিভিন্ন এলাকায় পাঠাতো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গাঁজা গাঁজাসহ গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর