স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে শিক্ষাসচিব সোহরাব হোসেন জানিয়েছেন, আগামী বছর থেকে নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ে তিন মন্ত্রীর জরুরি বৈঠক শেষে শিক্ষাসচিব এ কথা বলেন।
সচিব বলেন, ‘এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা বাতিল করার বিষয়টি আমরা আগেও বলেছি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সংবাদ সম্মেলনে বলেছেন। আমরা মনোবল আরও চাঙ্গা হয়ে গেছে। আশা কর এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এসএসসি পরীক্ষা বাতিল করা হবে কি না সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, ‘যেহেতু পরীক্ষা হয়ে গেছে বাতিল করলে নানা ঝামেলা হতে পারে। তাছাড়া এর সঙ্গে লাখ লাখ পরীক্ষার্থীর ব্যাপার জড়িত।’
সারাবাংলা/একে