হাফিজ ইব্রাহিমের মানি লন্ডারিং মামলা বাতিলের আবেদন খারিজ
৭ জানুয়ারি ২০২০ ১৫:২৮
ঢাকা: বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলাটি চলবে বলে জানিয়েছেন আইনজীবী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি জানান, ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। এ অবস্থায় তিনি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। যেটি খারিজ হয়ে যায়। ফলে বিচারিক আদালতে মামলাটি চলমান থাকবে।
খুরশীদ আলম খান আরও জানান, মানি লন্ডারিংয়ের মাধ্যমে সিঙ্গাপু্রের স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজার হিসাবে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
এ মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত অভিযোগ আমলে নেন। পরে ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করেন।