Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি প্রযুক্তিবিরোধী বলেই ইভিএম’র বিরোধিতা করছে’


৭ জানুয়ারি ২০২০ ১৭:১৫

ফাইল ছবি

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে ইভিএমে ভোট হচ্ছে। সেটি নিয়ে সেখানকার সবপক্ষ সন্তুষ্ট। এমনকি রাজ্যের ভোটও ইভিএমে হচ্ছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ইভিএমে ভোট হয়, সেখানে আমাদের দেশে ইভিএমের বিরোধিতা করছে বিএনপি। আসলে বিএনপি প্রযুক্তিবিরোধী বলেই ইভিএম’র বিরোধিতা করছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সব সময়ই প্রযুক্তির বিরোধিতা করে। আপনারা জানেন, খালেদা জিয়া ১৯৯১ সালে যখন সরকার গঠন করে সেই মেয়াদে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিনামূল্যে সাবমেরিন ক্যাবল দেওয়ার শর্তে লাইন স্থাপনের অনুমতি চাওয়া হয়েছিল। বাংলাদেশের তথ্য পাচার হয়ে যাওয়ার কথা বলে তিনি ওই সময় সাবমেরিন ক্যাবল লাইন স্থাপনের অনুমতি দেননি। যা পরবর্তী সময়ে হাজার কোটি টাকা খরচ করে স্থাপন করতে হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধু ইভিএমে ভোট গ্রহণের বিরোধিতা করে তা নয়, ব্যালটে ভোট নেওয়া হলেও তারা নানা অভিযোগ উপস্থাপন করে। মূল কথা হচ্ছে, তারা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা অনুধাবন করতে পেরেছে জনগণ তাদের সাথে নেই। এটি অনুধাবন করতে পেরে তারা পরাজয়ের আশঙ্কা থেকে নানা ধরনের অভিযোগের বাক্স খুলে বসেছে।’

‘খালেদা জিয়ার জামিন না দেওয়া সংবিধানবিরোধী’- ড. কামাল হোসেনের এমন বক্তব্য প্রসঙ্গে হাছান মাহমুদ বলেছেন, ‘শুধু কামাল হোসেন নয়, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন। ড. কামাল হোসেন কথায় কথায় সংবিধানকে সামনে নিয়ে আসেন। আমি পরিষ্কার বলতে চাই, জামিন হওয়া না হওয়া সংবিধানের বিষয় নয়- এটি আদালতের বিচারের বিষয়। খালেদা জিয়ার জামিন দেওয়ার এখতিয়ার সরকারের নেই। তার জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। ড. কামাল হোসেন আদালতকেই অভিযুক্ত করছেন কিনা সেটাই আমার প্রশ্ন।’

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির অপরাজনীতি সবসময় আমরা খেয়াল করেছি। আমি একটু আগে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে যেভাবে কথা বলছেন বিষয়টি ঠিক সেরকম নয়।’

ইভিএম প্রযুুক্তিবিরোধী বিএনপি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর