Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাকিস্তানে বঙ্গবন্ধুর বড় ম্যুরাল তৈরি হচ্ছে’


৭ জানুয়ারি ২০২০ ১৮:৫৫

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশের বাইরে বাংলাদেশের অনেকগুলো মিশনে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করছে সরকার; যার মধ্যে পাকিস্তান মিশনের ম্যুরালটি হবে সবচেয়ে বড়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার (৭ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘দেশের বাইরে বাংলাদেশের অনেকগুলো মিশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করছি। যার মধ্যে পাকিস্তানের বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধুর অনেক বড় একটি ম্যুরাল তৈরি হচ্ছে। চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং পরের বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী- এই দুইটা অনুষ্ঠানে আমরা চাচ্ছি, বঙ্গবন্ধুর আদর্শকে জানান দিতে। সেইসঙ্গে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য সেটাও তুলে ধরছি।’

‘পাকিস্তানে বড় ম্যুরাল কেন?’- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশটির জনগণ তাদের প্রধানমন্ত্রীকে বলছে, আগামী ১০ বছরে পাকিস্তানকে সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, বাংলাদেশের মতো হতে পারলেই আমরা খুশি। এজন্য পাকিস্তানে আমরা বাংলাদেশকে ভালো করে তুলে ধরতে চাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে আমাদের অনেকগুলো মিশন (৭৭টি) রয়েছে। যার মধ্যে পাকিস্তান মিশন হচ্ছে সবচেয়ে বড় (আয়তনের দিক থেকে)। নিজেদের পয়সায় মিশন বানাতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশের ৭৭টি মিশনে ২৬১টি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। বড় বড় ১২টা মিশনে চিত্রকলা প্রদর্শনী হবে। এছাড়া বিশ্বের একাধিক দেশে বঙ্গবন্ধু চেয়ার তৈরি করা হয়েছে।

জন্মশতবার্ষিকী পাকিস্তান বঙ্গবন্ধুর ম্যুরাল

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর