শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রলীগের
৭ জানুয়ারি ২০২০ ২১:৫২
সংগঠনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শিশু শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ, বই, খাতাসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের বটতলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সহসভাপতি তাহসান আহমেদ রাসেলসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী ড. আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলক্ষেত প্রাথমিক বিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থিত প্রাথমিক বিদ্যালয় থেকে আসা প্রায় দুইশ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা-কলম ও বই তুলে দেন ছাত্রলীগ নেতারা।
ছাত্রলীগের সভাপতি নাহিয়ান খান জয় সারাবাংলাকে বলেন, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ কোমলমিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করছি। এখানে প্রায় দুইশ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। সারাদেশে আমাদের প্রতিটি সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি পালনের নির্দেশনা রয়েছে।
পরে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাবি ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বরে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্রও বিতরণ করা হয়।