Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমনা বটমূলে বোমা হামলা মামলায় ২ ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য


৭ জানুয়ারি ২০২০ ২২:২৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ২২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সাবেক দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আগামী ২১ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলাটিতে ৫০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। এদিন যে দুই ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন তারা হলেন— ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার ও কাজী মিরাজ হোসেন।

২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বহু মানুষ আহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় ঘোষণা করেন আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং অন্য ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

এছাড়া বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ৩০ নভেম্বর ১৪ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এরপর ২০০৯ সালের ১৬ এপ্রিল মামলাটিতে আদালত অভিযোগ গঠন করেন। এই মামলাতেও একইসংখ্যক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বোমা হামলা মামলা বোমা হামলা ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য রমনা বটমূল

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর