Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো সমাবর্তন হচ্ছে জবিতে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা


৮ জানুয়ারি ২০২০ ০৫:৩৫ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ০৩:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আগামী ১১ জানুয়ারি, শনিবার প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে শিক্ষার্থীদের গাউন বিতরণ। শিক্ষাজীবন শেষে বহু কাঙ্ক্ষিত সমাবর্তন পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে জবিতে। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে নবম ব্যাচ পর্যন্ত প্রায় ১৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের উপহার সামগ্রী শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার উপহার সামগ্রী গ্রহণের প্রথম দিনেই ক্যাম্পাসে সাবেকদের উপস্থিতি সবার নজর কেড়েছে। কেউ সদ্য স্নাতক শেষ করেছেন কেউবা শেষ করেছেন প্রায় একদশক আগে। অনেকে প্রায় এক দশক শেষে দেখা পেয়েছে পুরনো বন্ধু, সিনিয়র-জুনিয়র এবং প্রিয় বিভাগের সঙ্গে। সবার সঙ্গে তুলছেন ছবি। কেউ কেউ শেয়ার করছেন নিজেদের যাপিত জীবনের গল্প।

সমাবর্তনের বার্তা শোনার পর হতে প্রত্যেকেই মুখিয়ে ছিলেন পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে, ক্যাম্পাসের পুরনো স্মৃতিগুলো আরও একবার ঝালিয়ে নিতে। যার ফলে নিজ বিভাগ থেকে উপহারসামগ্রী গ্রহণের পর হাস্যোজ্জ্বল সাবেকদের ক্যাম্পাসের বিভিন্ন অংশে বিভিন্ন উচ্ছ্বসিত অঙ্গভঙ্গিতে ছবি তুলতে দেখা গেছে। সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে জবি ক্যাম্পাস।

সমাবর্তন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র ইব্রাহিম হোসেন বলেন, ‘দীর্ঘ ১৪ বছর পর যেহেতু প্রথম সমাবর্তন হচ্ছে। আশাকরি এর ধারাটা বজায় থাকবে। আমাদের পরবর্তী ব্যাচগুলোর যেন এভাবে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থাকতে না হয়।’ তিনি আরও বলেন জবি থেকে বের হয়ে যেন শিক্ষার্থীরা ভালো পর্যায়ে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জল করে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ফখরুল ইসলাম শাহীন বলেন, ‘সমাবর্তন পাওয়াটা আমাদের জন্য একটি আনন্দের বিষয় সমাবর্তন যেহেতু একবার শুরু হয়েছে আশা করি এটি এর ধারা বজায় থাকবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১১ই জানুয়ারি (শনিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জবি প্রথম সমাবর্তন

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর