Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিসাইল হামলার জবাব ভাষণে দেবেন ট্রাম্প


৮ জানুয়ারি ২০২০ ১৩:২০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় রাতে ইরানের চালানো ব্যালেস্টিক মিসাইল হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৮ জানুয়ারি) এক টুইটার বার্তায় জানিয়েছেন মিসাইল হামলার জবাব ভাষণে দেবেন তিনি । খবর সিএনবিসি নিউজ।

ওই টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান থেকে ইরাকের দুইটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। আপাতত ক্ষয়ক্ষতি, হতাহতের হিসাব করা হচ্ছে। যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। মার্কিন সেনাবাহিনী দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর এবং সুসজ্জিত, জবাব দিতে প্রস্তুত। পরবর্তী করণীয় সম্পর্কে আগামীকাল এক বিবৃতিতে জানানো হবে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইরান থেকে ইরাকের মার্কিন সামরিক বাহিনী ও মিত্রবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ডজনেরও অধিক ব্যালেস্টিক মিসাইল ছোড়া হয়। তবে মিসাইল হামলায় মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি।

ওই হামলার পর ডোনাল্ড ট্রাম্পের টুইটের ভাষা অনেক সংযত হয়ে এসেছে। বিশেষত কাসেম সোলাইমানিকে হত্যার পর ট্রাম্প যে ধরনের রুক্ষ ভাষা ব্যবহার করেছিলেন, তার ফলশ্রুতিতে এই মিসাইল হামলার ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ এক টুইটার বার্তায় জানিয়েছেন, আত্মরক্ষার্থে সমানুপাতিক হারে আক্রমণ করেছে ইরান। ইরানের যুদ্ধপরিস্থিতি দীর্ঘায়িত করার ইচ্ছা নেই। তবে কোনো আঘাত আসলে তার জবাব দেওয়া হবে।

 

 

ইরাক ইরান জাভেদ জারিফ টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর