Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যে অস্ত্রের ব্যবহার বন্ধ করে সংলাপের তাগিদ


৮ জানুয়ারি ২০২০ ১৫:২৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ১৫:৪৩

মধ্যপ্রাচ্যে অস্ত্রের ব্যাবহার বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে তাগিদ দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন লেয়েন। সংঘাত বন্ধ করে উভয়পক্ষকে সংলাপে বসার পরামর্শ দিয়েছেন তিনি। খবর রয়টার্স।

বুধবার (৮ ডিসেম্বর) ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন লেয়েন লন্ডনের উদ্দেশে যাত্রা শুরুর আগে সাংবাদিকদের জানান, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংলাপের জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য অস্ত্রের ব্যবহার এখনই বন্ধ করতে হবে। সংলাপ শুরু করার জন্য যা করা লাগে আমরা তা করতে প্রস্তুত।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের সেনা কমান্ডার কাসেম সোলাইমানিকে এক ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। ইরাকের রাজধানী বাগদাদের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় এসময় নিহত হোন আরও দশজন। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইরান জানায়,  সোলাইমানি হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে ।

এর জবাবে বুধবার (৮ ডিসেম্বর) ইরাকে এক মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। এতে অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয় বলে দাবি করে ইরান।

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে রকেট হামলা

ইরান-যুক্তরাষ্ট্র জেনারেল সোলাইমানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর