ভোটার তালিকা হালনাগাদে সময় বাড়ছে ১ মাস
৮ জানুয়ারি ২০২০ ১৯:৩৭
ঢাকা: তালিকা হালনাগাদে একমাস সময় বাড়িয়ে ভোটার তালিকা (সংশোধন) আইন ২০১৯-এর খসড়ার নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ২ মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ের চেয়ে সমবায় ভিত্তিতে কৃষি উপকরণ যন্ত্রপাতি ক্রয়ের অনুশাসন দিয়ে জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
ব্রিফিংয়ে সচিব বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ করার সময় বাড়ানো হয়েছে। আগে প্রতি বছর ২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করার বিধান ছিল। সেটিকে বাড়িয়ে ২ জানুয়ারি হতে ১ মার্চ করার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ২ মার্চকে ভোটার দিবস পালন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে তিনটি বিষয়ের খসড়া অনুমোদন হয়েছে। খসড়াগুলো হলো- ভোটার তালিকা (সংশোধন) আইন ২০১৯, জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা এবং জাতীয় বিমা দিবস। এর মধ্যে ভোটার তালিকা (সংশোধন) আইনে সময় বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, ‘ভোটার তালিকা (সংশোধন) আইন ২০১৯ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। আগে ছিল ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ করা।
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন জানিয়েছে, মাঠে কাজ করতে গিয়ে তারা দেখেছে ২৯ দিনে ভোটার হালনাগাদ করা সম্ভব নয়। সেজন্য এক মাস সময় বাড়িয়ে ভোটার তালিকা আইন (২০১৯)-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।