Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলিন্ডার বিস্ফোরণে দুই রেফ্রিজারেটর মেকানিকের মৃত্যু


৮ জানুয়ারি ২০২০ ২০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই রেফ্রিজারেটর মেকানিক মারা গেছেন। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

রেফ্রিজারেটর মেকানিক আরমান আলীর (২৮) বাড়ি বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। অন্যজন মো. ফয়েজ (১৫) একই উপজেলার জিরতলি ইউনিয়নের গুলজার হোসেনের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্রিজ মেরামত করার জন্য তারা লাউতলী গ্রামের জাকির আমিনের বাড়িতে যান। সঙ্গে তারা একটি গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়েছিলেন। মেরামত কাজ শুরুর পরে হঠাৎ সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আরমান আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় ফয়েজকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর