Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য মেলায় ১০ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা


৮ জানুয়ারি ২০২০ ২১:১৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২০ ২১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাণিজ্য মেলায় এখন পর্যন্ত ১০ প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ক্রেতাদের অভিযোগ ও সরাসরি অভিযান পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) রাতে সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

জান্নাতুল বলেন, ‘সরাসরি অভিযানের মাধ্যমে ৯ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখা, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হল- আরএফএল বেস্ট বাই, ফরেন প্যাভিলিয়ন নম্বর ২২, প্যাকেলিয়িন কসমেটিকস, নিউ কাশ্মেরি টপ টেন গিফট কর্ণার, নিউ কাশ্মেরি, স্টার কালেকশন, ৬৫ নম্বর প্যাভিলিয়ন ও লেকমি।

বিজ্ঞাপন

জান্নাতুল ফেরদৌস আরও জানান, ‘মেলায় ক্রেতারা ৫ টি লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে অভিযোগ প্রমাণের ভিত্তিতে এসএস ট্রেড ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছিল। আর অভিযোগকারী ভোক্তা জরিমানার ২ হাজার ৫০০ টাকা পেয়েছেন।’

তিনি বলেন, ‘জরিমানার চেয়ে এবার সচেতনাতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি। এবার মেলায় আমরা সচেতনতামূলক কার্যক্রম বেশি পরিচালনা করছি।’

এদিকে, বৃহস্পতিবার মেলার কার্যক্রম ১০টার পরিবর্তে সাড়ে বারোটায় শুরু হবে। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শুক্রবার মেলা বন্ধ থাকবে।

জরিমানা বাণিজ্য মেলা ভোক্তা অধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর