Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবেশী মুসলিম দেশে হামলা চালাবে না ইরান


৮ জানুয়ারি ২০২০ ২১:৪২

মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে ইরান তার প্রতিবেশী দেশ বিশেষ করে মুসলিম কোনো রাষ্ট্রে হামলা করবে না। যুক্তরাষ্ট্র তাদের নির্মম অপারেশন বন্ধ করলে, ইরানও শান্তি বজায় রাখতে চায়।

একথা জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র আলি রাবিয়েই। ইরান সরকারের নিউজ ওয়েবসাইট তার বক্তব্য প্রকাশ করে। খবর বিবিসির।

আলি রাবিয়েই বলেন, অন্যকোনো দেশের বিরুদ্ধে আমাদের সামরিক আক্রমণ নেই। বিশেষ করে এ অঞ্চলের মুসলিম দেশগুলোর বিরুদ্ধে।

তিনি বলেন, যদি মার্কিনিরা তাদের নির্মম অপারেশন বজায় না রাখে, তাহলে আমরা শান্তি দেখতে পাচ্ছি।

ইরানের এই মুখপাত্র আরও আশা করেন যুক্তরাষ্ট্র বোকাদের মতো আর এমন হামলা চালাবে না।

প্রসঙ্গত গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ড্রোন থেকে মিসাইল ছুড়ে হত্যা করে ইরানের অন্যতম সামরিক নেতা কাসেম সোলাইমানিকে। তাকে দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হসেবে ভাবা হতো। পাল্টা জবাব দিতে ইরানও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায়।  এ নিয়ে দুদেশের উত্তেজনা বজায় রয়েছে।

আরও পড়ুন:-

ট্রাম্প চাইলে যুদ্ধ, ট্রাম্প চাইলে শান্তি

মিসাইল হামলায় ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ হত্যার দাবি ইরানের (ভিডিও)

সোলাইমানি হত্যা: ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান

রাশিয়ার ‘সংহতি’, চীনের ‘সংযম’, তবে ইরান চায় ‘প্রতিশোধ’

ইরাকে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, যাচ্ছে ৩ হাজার সেনা

ইরাক ইরান জেনারেল কাসেম সোলাইমানি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হাসান রুহানি মিসাইল হমালা যুক্তরাষ্ট্র যুদ্ধ

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

আরো

সম্পর্কিত খবর