Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি ৫ হাজার ৮৫২ জন


৮ জানুয়ারি ২০২০ ২৩:০৯

ঢাকা: সারাদেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৮৫২ জন। চলতি বছরের প্রথম সাতদিনে ৩৭ হাজার ৯৬৪ জন রোগী শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত হয়ে ৮৪৫ জন, ডায়রিয়া (রোটা ভাইরাস) আক্রান্ত হয়ে এক হাজার ৯৫৭ জন ও অন্যান্য শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫০ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৮৭০ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৩৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫১২ জন, রাজশাহী বিভাগে ৩০৯ জন, রংপুর বিভাগে ৪৯৪ জন, খুলনা বিভাগে এক হাজার ৭৫১ জন, বরিশাল বিভাগে ২৬৫ জন, সিলেট বিভাগে ২৯১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২০ সালের ৮ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন তিন লাখ ৩৮ হাজার ৮০৯ জন। এর মধ্যে শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত হয়ে ৫৩ হাজার ৮৪৬ জন, ডায়রিয়া (রোটা ভাইরাস) আক্রান্ত হয়ে এক লাখ তিন হাজার ৫৬ জন ও শীতজনিত অন্যান্য রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯০৭ জন।

সারাদেশে এই সময়ে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন। সবচাইতে বেশি ২২ জন রোগী মারা গেছেন চট্টগ্রাম বিভাগে।

শীতজনিত রোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর