Friday 01 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা, দায় স্বীকার করেনি কেউ


৯ জানুয়ারি ২০২০ ১০:০১

নিরাপত্তায় ঘেরা ইরাকের বাগদাদের গ্রিন জোনে দুটি রকেট হামলা চালানো হয়েছে। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দায় স্বীকার করেনি কোনো দেশ বা গোষ্ঠীও। গ্রিন জোনে দেশটির পার্লামেন্ট, সরকারি দফতর ও কূটনৈতিক বাসভবন অবস্থিত।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের মুখপাত্র কর্নেল মাইলস স্মল। খবর সিএনএনের।

কর্নেল মাইলস স্মল বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে গ্রিন জোনের কাছেই রকেট হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এই ঘটনার পর এখনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউজ কিংবা মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার দিনই এই রকেট হামলা হলো।

এদিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান পিছু হটেছে। দেশটি তার মনোভাব পরিবর্তন করলে সম্পর্ক গড়তে আগ্রহী তিনি।

আরও পড়ুন:-

ইরানের সঙ্গে যুদ্ধ নয়, মিত্রতার আহ্বান ট্রাম্পের

ট্রাম্প চাইলে যুদ্ধ, ট্রাম্প চাইলে শান্তি

মিসাইল হামলায় ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ হত্যার দাবি ইরানের (ভিডিও)

সোলাইমানি হত্যা: ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান

রাশিয়ার ‘সংহতি’, চীনের ‘সংযম’, তবে ইরান চায় ‘প্রতিশোধ’

ইরাকে আবারও হামলা যুক্তরাষ্ট্রের, যাচ্ছে ৩ হাজার সেনা

ইরাক ইরান গ্রিন জোন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প বাগদাদ মিসাইল হমালা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ

দীপাবলির প্রদীপে আশার আলো | ছবি
১ নভেম্বর ২০২৪ ০২:৫৫

আরো

সম্পর্কিত খবর