Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ আছেন, ঢামেক ছেড়েছেন তিনি


৯ জানুয়ারি ২০২০ ১২:১৭

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ছেড়ে যান।

গত ৫ জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তির পর থেকে ওসিসিতেই চিকিৎসাধীন ছিলেন ওই ঢাবি শিক্ষার্থী।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান।

এ কে এম নাসির উদ্দিন জানান, ঢামেক ছাড়ার আগে ওই শিক্ষার্থীর বাবা লিখিতভাবে একটি চিঠি তার কাছে জমা দিয়েছেন। সেই চিঠিতে মূলত সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই তার মেয়ের বিষয়ে উদ্বেগ দেখিয়েছেন, তাদের পাশে থেকেছেন, সেবা দিয়েছেন, অপরাধীকে সনাক্তে সহায়তা করেছেন তাদের সবাইকে লিখিতভাবে ধন্যবাদ জানান ওই বাবা।

ঢামেকের পরিচালক আরও জানান, নির্যাতিত শিক্ষার্থী এখন শারীরিকভাবে সুস্থ আছে। এজন্য তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সে ঢামেকে আসতে পারে বলেও তাকে নিশ্চিত করা হয়েছে।

কুর্মিটোলায় ধর্ষণ টপ নিউজ ঢাবি শিক্ষার্থী

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর