সংসদ ভবন থেকে: একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ৬ষ্ঠ অধিবেশন, বছরের প্রথম অধিবেশন। শীতকালে অনুষ্ঠিত হওয়ায় এটিকে শীতকালীন অধিবেশন হিসেবে গণ্য করা হয়।
অধিবেশনের শুরুতেই স্পিকার অধিবেশনের ৫ জন প্যানেল সভাপতি মনোনয়ন দেন। প্রতি অধিবেশনেই স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্যানেল সভাপতি অধিবেশন পরিচালনা করেন। শীতকালীন এই অধিবেশনের জন্য প্যানেল সভাপতি হলেন- অধ্যাপক আলী আশরাফ, শহিদুজ্জামান সরকার, কাজী কেরামত আলী, কাজী ফিরোজ রশীদ, সৈয়দা জাকিয়া নূর।
এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী চলতি সংসদের কোন সদস্য মারা গেলে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সেই নিয়ম অনুযায়ী সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়।
সাধারণত শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। তবে নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে কিছু সময়ের জন্য মুলতবি ঘোষণা করে পুনরায় অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতি ভাষণ দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও আগামীর দিক-নির্দেশনামূলক ভাষণ দেনে। এর আগে বিকেল ৩ টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের সময় সীমা নির্ধারিত হয়। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৬ষ্ঠ অধিবেশন আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।