Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যমেলার আগুন নিয়ন্ত্রণে


৯ জানুয়ারি ২০২০ ১৯:৩০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২০ ২২:২৫

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার একটি প্যাভিলিয়নে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে ফ্রুটিকার প্যাভিলিয়নে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক ও মেলার সদস্য সচিব মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ফ্রুটিকার স্টলে আগুন লেগেছে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন প্যাভিলিয়নের বাইরে ছড়ায়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিউটি  অফিসার রাসেল সিকদার বলেছেন, ৭ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৮ টায় আগুন নির্বাপনের পুরো কাজ শেষ হয়। তবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো তথ্য জানা যায়নি।

আগুন টপ নিউজ ফায়ার সার্ভিস বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর