পলিটেকনিকে ৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী
৯ জানুয়ারি ২০২০ ২১:৫২
ঢাকা: সরকার কর্মমুখী ও কারিগরি শিক্ষার উপর অধিক গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, যত্রতত্র অনার্স কোর্স খুলে আমরা শিক্ষিত বেকার তৈরি করা হয়েছে। আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ২০২০ ও ২৪তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করা হবে। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট দূর করতে শীঘ্রই সাত হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
ডা. দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ফলে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ এগিয়ে রয়েছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, দক্ষ জনশক্তি গঠনে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। পৃথিবীতে যেসব দেশ উন্নতির শিখরে আরোহণ করেছে, তারা সবাই বিজ্ঞান ও প্রযুক্তি খাত ব্যবহার করেই সেখানে পৌঁছেছে।
উপমন্ত্রী আরও বলেন, আমাদেরকে একটু বুঝতে হবে। প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। দেশের মানুষকে কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে। এটি দেশের সামগ্রিক স্বার্থে কল্যাণকর হবে।
শিক্ষা প্রকৌশল অধিদফতর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি একে এম এ হামিদ।