Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট নেই কাশ্মিরে, পুনর্বিবেচনার নির্দেশ সুপ্রিমকোর্টের


১০ জানুয়ারি ২০২০ ১৬:২৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করার পরই সেখানে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যা এখনো পুরোদমে চালু করা হয়নি। ভারতের সুপ্রিমকোর্ট আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সুপ্রিমকোর্ট বিজেপি সরকারকে এই নির্দেশনা দেয় বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

আইনজীবী ভ্রিন্দা গ্রোভার জানান, কাশ্মিরের নিত্যপ্রয়োজনীয় সেবা অবিলম্বে চালু করার নির্দেশনা দিয়েছেন আদালত। যদি প্রশাসন তা না করে তবে সংশ্লিষ্ট কোর্টে নাগরিকরা চ্যালেঞ্জ জানাতে পারবেন।

ইন্টারনেট বন্ধ রাখায় গণমাধ্যমের স্বাধীনতায় প্রভাব পড়েছে বলেও আশঙ্কা জানান আদালত। ইন্টারনেটের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে অভিহিত করেন সুপ্রিমকোর্টের বিচারক এনভি রামানা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছর আগস্টের ৫ তারিখে বাতিল করা হয় জম্মু ও কাশ্মিরে বিশেষ স্বায়ত্তশাসন। এরপর ১৪ অক্টোবর মোবাইলে সীমিত আকারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয় কাশ্মিরিদের।

ইন্টারনেট কাশ্মির ভারতের সুপ্রিমকোর্ট

বিজ্ঞাপন

লক্ষ্য হোক একটাই: দক্ষতা
৭ জুলাই ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর