Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ব্যবসায়ী কারাগারে


১০ জানুয়ারি ২০২০ ১৮:২৯

চাঁপাইনবাবগঞ্জ: জেলার রামজীবনপুরে মেয়াদোত্তীর্ণ ৩ লাখ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ ওষুধ বিক্রি ও গুদামজাত করার অপরাধে ব্যবসায়ী মো. রাসেলকে ৬ মাসের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর-দিননাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এই অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও র‌্যাবের অপারেশন দল রামজীবনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গুদামজাত করা অবস্থায় মেয়াদোত্তীর্ণ ২ লাখ ২০ হাজার বড় ট্যাবলেট এবং ক্যাপসুল, ৭৫ হাজার ছোট ট্যাবলেট জব্দ করে।

পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর