বৃত্তির টাকা নিতে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ
১১ জানুয়ারি ২০২০ ১৭:২৬
ঢাকা: টাকা নিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বা মাউশি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অধিদফতর থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
মাউশি সূত্রে জানা গেছে, বৃত্তির টাকা পেতে প্রথমে ৯ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হয়। পরে সময় বাড়িয়ে ২০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। একই সময়সীমার মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বরও অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন অনলাইন সুবিধা সম্পন্ন যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের নিজ নামে অ্যাকাউন্ট খুলতে হবে। আর ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বাবা-মা বা আইনসঙ্গত অভিভাবকের যৌথ নামে অনলাইন সুবিধা সম্পন্ন যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে স্কুল ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের বৃত্তির টাকা এমনিতে শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো হয়। কিন্তু বৃত্তির টাকা পেতে ভোগান্তি হওয়ায় সরাসরি গভর্নমেন্ট টু পারসন আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে বলা হয়েছে।
গেল বছরের জুনে এ সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এসপিএফএমএসপি (স্ট্রেন্থিনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর সোশ্যাল প্রটেকশন) প্রকল্পের এমআইএস টিম এবং এসইডিপির সমন্বিত শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন দল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের কাজ করছে।