বিএসএমএমইউ স্বাচিপের আহ্বায়ক ডা. রিজভী, সদস্য সচিব ডা. আরিফুল
১১ জানুয়ারি ২০২০ ২০:৩১
ঢাকা: পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসের রিজভীকে আহ্বায়ক এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটোকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সানাল ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ কমিটির অনুমোদন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডা. নাজির উদ্দিন মোল্লাহ, ডা. মো. রেজাউল আমিন টিটু, ডা. আতিকুল হক তুহিন, ডা. সুভাষ কান্তি দে এবং ডা. বিজয় কুমার পাল।
বিএসএমএমইউ’র নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটো।