শাহজালালে পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
১১ জানুয়ারি ২০২০ ২০:৫৮
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বে থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪০টি স্বণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ ইউনিট।
শনিবার (১১ জানুয়ারি) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন।
তিনি সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেনটিভ ইউনিট আউট বে এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। বিকেল ৫টা ৩৮ মিনিটে আউট বে এর ২৫ নম্বরে অবতরণ করে কুয়ালালামপুর থেকে আসা ইউএসবাংলা এয়ারলাইন্সের বিএস৩১৬ ফ্লাইটটি। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পর তল্লাশির এক পর্যায়ে সিঁড়ির নিচে পরিত্যাক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। উদ্বারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কেটি ৩২ লাখ টাকা।
উদ্বারকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সোলাইমান।