Saturday 16 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ সেলাই পড়েছে মাশরাফির হাতে


১১ জানুয়ারি ২০২০ ২৩:৫০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ০৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment
বিপিএলের ফিল্ডিং এর সময় বাঁ হাতে মারাত্মক চোট পেয়েছেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা। সেই চোট প্রশমণে তার তালুতে দিতে হয়েছে ১৪ সেলাই।
ঘটনার সূত্রপাত শনিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের এর বিপক্ষে লীগ পর্বের শেষ ম্যাচে।
খুলনার ব্যাটিং ইনিংসের একাদশতম ওভারে মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া বলটি কাভারের ওপর দিয়ে সীমানা পাড় করতে চেয়েছিলেন রাইলি রুশো। সেখানে ফিল্ডিং করছিলেন যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি চেয়েছিলেন।
কিন্তু দ্রুত গতির বল তার মুঠো গলে বেরিয়ে যায়। বলের আঘাতে মাশরাফি কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকেন। উঠে যখন হাতের দিকে তাকালেন দেখলেন রক্ত ঝড়ছে।
দলের ফিজিও তাৎক্ষণিক মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান ঢাকা প্লাটুন দলপতিকে। এরপর ইনিংসের বাকি সময় আর মাঠে ফেরেননি ম্যাশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফির হাতে সেলাইয়ের খবরটি নিশ্চিত করেন সতীর্থ এনামুল হক বিজয়।
বঙ্গবন্ধু বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪  উইকেটের বিনিময়ে ২০৫ রান সংগ্রহ করে মাশরাফির ঢাকা প্লাটুন। ২০৬ রানের পাহারসম লক্ষ্য হেসে খেলেই ১১ বল হাতে রেখে দুই উইকেটের খরচায় জিতে নেয় খুলনা টাইগার্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর