Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুসন্ধানী সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা


১২ জানুয়ারি ২০২০ ০২:২৬

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যা‌নেল নাই‌নের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইন‌ভে‌স্টি‌গেশ‌ন’ এর প্র‌তি‌বেদক মাহমুদুল হাসা‌ন মাহমুদের ওপর হামলা ক‌রেছে দুর্বৃত্তরা। শ‌নিবার (১১ জানুয়ারি) র‌াত সোয়া ৯টার দিকে রামপুরার ই-ব্ল‌কের ৬ নম্বর রো‌ডে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার মাহমুদ জানান, রাত সা‌ড়ে ৮টায় চ্যা‌নেল নাই‌নে অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইন‌ভে‌স্টি‌গেশ‌ন’ এর প্রথম পর্ব‌ প্রচা‌রিত হয়। ওই অনুষ্ঠানে আইপি টিভি নিয়ে অনুসন্ধানী প্র‌তি‌বেদন‌ প্রচার হয়। আইপি টিভির সাথে অপরাধীরা এ হামলায় জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

বিজ্ঞাপন

তিনি সারাবাংলাকে বলেন, কর্মস্থল থে‌কে বেরিয়ে রামপুরা পৌছালে রাস্তা ব্লক ক‌রে ক‌য়েকজন দুর্বৃত্ত তার মোটরসাই‌কেল ঘি‌রে দাঁড়ায়। তারা দা‌বি ক‌রে, তা‌দেরকে পাঠাও সা‌র্ভিস দি‌তে হ‌বে। তিনি বলেন, আমি পাঠাও রাইডার না। তাদের মোটরসাইকেলে নিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়।

তিনি আরও বলেন, একজন জোরপূর্বক তার মোটরসাইকেলে একজন উঠে পড়ে। যেখানে যেতে বলা হবে সেখানেই যেতে হবে বলে বাধ্য করার চেষ্টা করে। প্রতিবাদ জানালে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ভাই মনির পরিচয়ে মারধর শুরু করে তারা। পরে আরও কয়েকজন এসে কিল-ঘুষি মারে। এসময় রামপুরা বনশ্রীর কল্যাণ সমিতির সাবেক প্রচার সম্পাদক লেবুর পরিচয়ে আরও ২/৩জন হামলায় অংশ নেয়। পরে পরিস্থিতি বুঝে দ্রুত সেখানে থেকে বেরিয়ে রামপুরা থানায় আশ্রয় নেন।

এ ব্যাপারে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী সাংবাদিক থানাতেই আছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

অনুসন্ধানী সাংবাদিক চ্যানেল নাইন দুর্বৃত্ত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর