Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ঝড় ও ভারী বৃষ্টিপাত, আট জনের মৃত্যু


১২ জানুয়ারি ২০২০ ০৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল দিয়ে বয়ে যাওয়া তীব্র ঝড়, ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কবলে পড়ে এখন পর্যন্ত অন্তত আট জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগের (এনডব্লিউএস) বরাতে রোববার (১২ জানুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, এই ঝড়ের কবলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অ্যালাবামা, লুসিয়ানা, টেক্সাস, মিসৌরি, ওকলাহোমা, আরাকানসাস অঙ্গরাজ্য। হাজার হাজার মানুষ ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় দিনাতিপাত করছেন। এছাড়াও বসতবাড়ি ঝড়ে ধ্বংস হওয়া এবং রাস্তা প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে।

এদের মধ্যে, অ্যালাবামার অবস্থা সবচেয়ে ভয়াবহ। কয়েকদফা টর্নেডোর পূর্বাভাস দেখানো হয়েছে অ্যালাবামায়। এছাড়াও তুষার ঝড়ের কারণে শিকাগো বিমানবন্দর থেকে নির্ধারিত কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, জাতীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়েছে, নাগরিকরা যেনো এই আবহাওয়ার সংকেত গুরুত্বের সাথে নিয়ে নিরাপদ স্থানে সরে যায়।

জাতীয় আবহাওয়া অফিস ঝড় ভারী বৃষ্টিপাত মৃত্যু যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর