Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসব-আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস


১২ জানুয়ারি ২০২০ ১৩:২৮

সাভার: নানা আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পুরো ক্যাম্পাস ঘুরে সেলিম আল দীন মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

র‌্যালিটি এই এলাকা পার হওয়ার সময় আন্দোলনকারীরা উপাচার্য চোর ও দুর্নীতিবাজ স্লোগান দিলে র‌্যালিতে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে কোনো অনাকাঙিক্ষত ঘটনা এসময় ঘটেনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের অন্যতম উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটি।

১৯৭০ সালের ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়ে চারটি বিভাগে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদে ৩৬টি বিভাগ এবং চারটি ইনস্টিটিউটে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী ও ৭৫০ জন শিক্ষক রয়েছেন।

উপাচার্য ফারজানা ইসলাম জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর