Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইছামতি নদী দখলকারীদের তালিকা চেয়েছেন আদালত


১২ জানুয়ারি ২০২০ ১৩:৩৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৩:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পাবনা শহরের ভেতর দিয়ে প্রবাহিত ইছামতি নদী দখল ও দূষণকারীদের তালিকা ৯০ দিনের মধ্যে তৈরি করে প্রতিবেদন আকারে জমা দিতে বলেছেন আদালত।

সেই সঙ্গে আদালত রুল জারি করেছেন— ৮৪ কিলোমিটার ইছামতি নদীকে কেন প্রতিবেশগত সংকটাপন্ন ঘোষণা করা হবে না? আরও জানতে চেয়েছেন, সিএস পর্চা অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ, দখল ও দূষণমুক্ত করে দায়ীদের বিরুদ্ধে কেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না?

এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (১২ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানসহ ১৬ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ইছামতি নদী দখল ও দূষণ নিয়ে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ৫ জানুয়ারি হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করে পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা। আবেদনের পক্ষে শুনানি করেন মিনহাজুল হক চৌধুরী। তাকে সহযোগিতা করেন সাঈদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

সাঈদ আহমেদ কবির সাংবাদিকদের বলেন, ইছামতি নদী এক সময় পাবনাবাসীর জন্য ছিল আর্শীবাদ। দখল ও দূষণে বর্তমানে নদীটি মৃতপ্রায়। নদী রক্ষায় বেলার পক্ষ থেকে আদালতে রিট দায়ের করা হয়েছে।

ইছামতি নদী নদী দখল নদী দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর