Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভবনে বসে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী


১২ জানুয়ারি ২০২০ ১৪:৫৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৫:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রোববার (১২ জানুয়ারি) সকালে মোনাজাতে শরিক হন।

এ ছাড়া ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা ও কর্মচারীরা গণভবন থেকে মোনাজাতে শরিক হন।

এ উপলক্ষে বিশেষ মোনাজাতে দেশের জন্য অব্যাহত শান্তি ,অগ্রগতি এবং কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়।

কাকরাইল মসজিদের সিনিয়র ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের বাংলা ও আরবি উভয় ভাষায় ৩৫ মিনিট মোনাজাত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

দুই হাজার বিদেশিসহ লাখো মুসল্লি রাজধানীসহ দেশজুড়ে শৈত্যপ্রবাহের বিরূপ আবহাওয়া উপেক্ষা করে ইজতেমায় শরিক হন। শুক্রবার ভোরে ফজর নামাজের পর আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার প্রায় পর্যায় শুরু হয় এবং আজ আখেরী মোনাজাতের মাধমে তা শেষ হয়।

প্রথম পর্যায়ের ইজতেমার তিন দিনে বিশিষ্ট উলেমা মাশায়েখ পবিত্র কোরান ও সুন্নাহর আলোকে বয়ান করেছেন। এসব বয়ান বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে শুনানো হয়। দ্বিতীয় পর্যায়ের ইজতেমা একই স্থানে আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এবং ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

নয়াদিল্লিভিত্তিক তাবলীগ-ই-জামাত ১৯৬৭ সাল থেকে টঙ্গীতে ইজতেমার আয়োজন করে আসছে। ২০১১ সাল থেকে দুইপর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

আখেরি মোনাজাত টপ নিউজ প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর