ওমরাহ নিয়ে কটুক্তি: ভৈরবে পীরের বিরুদ্ধে মামলা
১২ জানুয়ারি ২০২০ ১৫:২৫
ভৈরব: সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে ওমরাহ নিয়ে কুটক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাশারের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পীর আবুল বাশারকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম বাদী হয়ে শনিবার (১২ জানুয়ারি) রাতে ভৈরব থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ১ জানুয়ারি পীর আবুল বাশারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে ইমাম-ওলামা পরিষদসহ শতাধিক মানুষ। এরপর থেকেই বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়।
পরে গত ৫ জানুয়ারি ভৈরব ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে একটি দল গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা প্রসাশনের কাছে জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি দেয়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, আবুল বাশারের বিরুদ্ধে আইনজীবী আমিনুল ইসলাম মামুন প্রথমে লিখিত অভিযোগ করেছিলেন। পরে শনিবার রাতে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।