Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ১৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক


১২ জানুয়ারি ২০২০ ১৭:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বিমান বন্দরের গোলচত্বর এলাকা থেকে ১৬ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-১। রোববার (১২ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।

র‍্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি টিম বিমানবন্দর গোলচত্বর এলাকায় অবস্থান করে। পরে হেলাল উদ্দিন (৩২) নামের এক প্রাইভেট কার চালককে তল্লাশি করে তার গাড়ির ভেতর থেকে ১৬ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

আটক যুবকের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার আর বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছে ৬ বছর ধরে সে প্রাইভেট কার চালায়। তখন থেকেই সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কক্সবাজার থেকে মাদকের চালান এনে সে তার গাড়িতে করে রাজধানীর বিভিন্ন স্পটে পৌঁছে দেয়।’ এই কাজের জন্য প্রতি চালানে সে ৩০ থেকে ৪০ হাজার টাকা পায় বলেও জানান পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

ইয়াবা গোলচত্বর এলাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর